না বলা কথা
নন্দিতা চক্রবর্ত্তী
কথা যদি হারিয়ে যেতে চায়
যাক হারিয়ে। মনটা খুলে দাও।
তোমার মনের সোনালী রোদ্দুর
পড়ুক এসে আমার জানালায়।
দুটো চোখে জমিয়ে রাখা কথা
হীরের মতো ঝলসাতে চায় যদি
সেই আলোতেই পাল তোলা নাও হবো
মনকে করো টলটলে জল নদী।
মনের নদী, চোখের আলো মিলে
নতুন কোন সকাল যদি দেখো
সেই সকালে নতুন সূর্য্য করে
আমার স্বপ্ন তোমার মনে আঁকো।
আমি হব কুল হারা সেই নদী
যার বুকে সব ব্যথার চিতা ভাসে
ভোরের রবি সুখের ছবি হয়ে
সবার কান্না মোছায় যেথায় এসে।
ফুলের বুকে লুকানো তার মধু
মনের মাঝে স্বপ্নের জাল বোনে
বুকের মাঝে লালন করা ক্ষত
সুখের ব্যথা জাগায় ক্ষণে ক্ষণে।
আমায় তোমার না বলা সেই কথা
বিশ্ব বীনার মোহন সুরে বাজে
সুরের ছোঁয়ায় ভূবন টলমল
সঙ্গী সে আজ সকল কাজের মাঝে।
–~০০০XX০০০~–