গোলাপ
প্রেমাঙ্কুর মালাকার
গন্ধে, বর্ণে, রূপে জৌলুসে,
গোলাপ তুলনাহীন –
সারা সংসারে, গোলাপে কদর,
বাড়ে তাই প্রতিদিন।
পুজোয় লাগেনা,তাতে গোলাপের,
মহিমা হয়না ম্লান;
জন্ম-মৃত্যু, বিবাহেও তার,
অবদান অফুরান!
শুভেচ্ছা দেবে? চাইযে গোলাপ!
শিশির সিক্ত তাজা;
গোলাপ প্রেমিক,ছা’পোষা কেরানি,
আমির,উজির -রাজা!
নেহেরুর ছবি, ভাবাই যায়না,
বিনা গোলাপের কুঁড়ি;
তাই সংসারে,জনমোহিনীতে,
গোলাপের নেই জুড়ি।
ফুলের মধ্যে, তাই গোলাপের,
অনেক উঁচুতে ঠাঁই –
দুনিয়ার সেরা, গোলাপ কিন্তু,
ইরানের ‘বসরাই’!
–~০০০XX০০০~–