“শুধু কবিতার জন্য….”
শ্যামাপ্রসাদ সরকার
(৫ম পর্ব)
তুমি সুন্দর তাই চেয়ে থাকি..
____কাজী নজরুল ইসলাম
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সেকি মোর অপরাধ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী
বলে না তো কিছু চাঁদ।।
চেয়ে’ চেয়ে’ দেখি ফোটে যবে ফুল
ফুল বলে না তো সে আমার ভুল
মেঘ হেরি’ ঝুরে’ চাতকিনী
মেঘ করে না তো প্রতিবাদ।
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ?।
জানে সূর্যেরে পাবে না
তবু অবুঝ সূর্যমুখী
চেয়ে’ চেয়ে’ দেখে তার দেবতারে
দেখিয়াই সে যে সুখী।।
হেরিতে তোমার রূপ-মনোহর
পেয়েছি এ আঁখি, ওগো সুন্দর।
মিটিতে দাও হে প্রিয়তম মোর
নয়নের সেই সাধ।।
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ?
………
অনুধ্যানের আখরে-
– শ্যামাপ্রসাদ সরকার
প্রেম তো নীরবেই এসে নির্মোহের দানকে ভরিয়ে দেয় যৌথ প্রাণের আবাহনে।
প্রিয়তম বা প্রিয়তমা যেই হোক না কেন তাকে দেখেই যে জাগে সত্ত্বার পদ্মকলি। “আঁখিপাশ কহে যেতে নাহি দেব” তাই তো প্রেমের দান এত মধুর। স্মরোদ্দীপনাও এসে পথ হারিয়ে ফেলে এই উজানস্রোতে।
আসলে সমর্পণ বিষয়টাই যে এমন। যাকে প্রেম সেই দামী সঙ্গটি দেয় তার আর কি বাহ্যিক অপরাধ থাকে? সুন্দর তো সেখানেই জিতে গেছে। বিলোল কটাক্ষই তো তার মনসিজের নিবিড় দান!
প্রতিমুহূর্তের জাগতিক ব্যস্ততার শেষে অপলকের যে প্রগাঢ় আসঙ্গ, তা প্রেমবিহ্বলতারই অন্য নাম। এখানে “সুন্দর” টি বাহ্যিক নয় কেবল, সেটি অন্তরদহনের মাত্রাতেই নিষিক্ত হয়। তাই এই অবলোকনের আপাত “অপরাধ”টিও অবলীলায় যুগোত্তীর্ণ হয়ে যায়।
ধন্যবাদ! কাজী সাহেব🙏
…..
……