☆☆☆”খুশীর জোয়ার”☆☆☆
শিব প্রসাদ হালদার
¤■□¤■□¤■□¤
জেরুজালেমের বেৎলেহেমে
সেদিন কত খুশীর জোয়ার,
দিকবিদিকে আলো করে
শুনলো সবাই নাম যাঁর।
মাতা মেরীর গর্ভ হ’তে
জন্ম নিল যে শিশু
আলোর ছটায় দেখলো সবাই
সেই সবার প্রিয় যীশু।
ফুটফুটে সেই ছোট্ট শিশু
করলো আলো ধরা,
প্রাণ ভরে দেখলো সবাই
সে যে প্রেমে ভরা।
এতো নয় যেমন তেমন
সে তো ঐশ সৃষ্টি,
বইলো জোয়ার আনন্দেতে
হ’ল পুষ্প বৃষ্টি।
ইচ্ছা জাগে কাছে পেতে
পূণ্য তাই একটু ছোঁয়ার,
জেরুজালেমের বেৎলেহেমে
সেদিন কত খুশীর জোয়ার।
বেৎলেহেমের ঊর্ধাকাশে
এলো একটি উজ্জ্বল তারা
সেই আলোতে বিশ্ববাসী
উথলে হ’ল আত্মহারা।
জানলো সবাই বুঝলো সবাই
প্রভূ যীশুর মহিমা,
ঈশ্বর পুত্র মানব সেবায়
নেই তো যাঁর কোন সীমা।
পরশ পেলে যাবে মুছে
পাবে সুযোগ পাপ ধোয়ার
জেরুজালেমের বেৎলেহেমে
সেদিন কত খুশীর জোয়ার–!!
☆☆☆☆☆☆☆