তারার আবাহনে
✍ অনিমেষ চ্যাটার্জী
**************
পিয়ানোর সুরে কাঁপে মোমের শিখা,
ধূমায়িত কফির চুমুকে সময় কঠিন,
রাঙা ঠোঁটের নিকোটিন
শীত মাখা শহর পোড়ায়,
পুড়ে যায় বেখেয়ালি সভ্যতা।
বুড়ো গির্জার গায়
আবাহন ছুঁয়ে যায়,
শত কণ্ঠের প্রতিধ্বনি রাত নামায়,
ইতিহাসে থমকায় ঘড়ির কাঁটা।
জঞ্জাল আঁকড়ে থাকা
ভাঙাচোরা খেলনার স্তূপ,
ফুটপাথে আগুনটা জ্বলছে জ্বলুক।
সেই তাপে সেঁকে নেওয়া
মুঠোফোনে আধমরা শৈশব,
এক পেট খিদের হাজার কলরব।
বিচ্ছিন্নতার কালোয় ক্ষুধার্ত মন,
রাতের গভীরে বেথেলহেমের তারা
নীরব নিষ্পলক সারাক্ষণ,
বহুদূর আলো ছড়ায়।
স্বপ্নলোকের দূত ঝুমঝুম ঘন্টায়,
প্রাণের অলিন্দে স্লেজগাড়ি ছোটায়,
স্বপ্নের ঝুলি ভরা ভালোবাসা বিলায়।।
–~০০০XX০০০~–