না জানা উত্তর
নন্দিতা চক্রবর্ত্তী
————
“একটু দাঁড়াও।” থমকে দাঁড়াতেই
পিছন থেকে আকাশ এলো চলে
” বলেছিলাম তোমায় দুটো কথা
মনে আছে? নাকি গেছ ভুলে?”
অস্বস্তি আর দ্বিধায় কাঁপা ঠোঁট
কি যে বলি , আকাশ পাতাল ভাবি।
স্থির চোখে তাকিয়ে আমার মুখে
দাঁড়িয়ে আকাশ, মুখে মেঘের ছবি।
” কি চাই আমি সবই জানো তুমি।
তোমার মনের দরজাটা একবার
খোল যদি আমিও না হয় দেখি
এঁকেছো যাকে, সেই ছবিটা কার!”
ঠোঁটের ফাঁকে আলতো হাসি এনে
চোখ দুটো তার মুখের ‘পরে রেখে
প্রশ্ন রাখি ” কি হবে তা জেনে?”
আকাশ মুখে আবির কণা মাখে।
” জানো তুমি তোমায় চাই আমি
কেন আমায় ফেরাও বারে বারে?
তোমার বীণায় কে বাঁধলো সুর!
কি গান বাজে সেই বীণাটার তারে!!”
একলা বসে সেই কথাটাই ভাবি
কি চাই আমি!! পাই না খুঁজে তল।
কোথায় যেন একটানা সুর বাজে
মনের কোনায় অশ্রু টলমল।
–~০০০XX০০০~–