ভুলে যাবে আমায়
নন্দিতা চক্রবর্তী
তুমি বলেছিলে ভুলে যাবে আমায়।
আর কখনও আমার জন্য কাঁদবে না।
বিষন্নতায় হৃদয় পাথর হয়ে গেলেও
আমার কথা ভাববে না।
বসন্তে কোকিল যখন উঠবে ডেকে
আকুল আহ্বানে ব্যাকুল হবে বাতাস
তখনও তুমি মুখ রাখবে ফিরিয়ে
আমার দিকে তাকাবে না।
শরতে নীল আকাশে ভাসবে সাদা মেঘ।
বলাকারা ডানা মেলে উড়ে যাবে অজানায়
দিকে দিকে ভেসে বেড়াবে আগমনীর সুর
তুমি থাকবে নীরব হয়ে।
শীতের রুক্ষ উত্তরে হাওয়ার বুকে
কমলারঙা রোদ এনে দেবে উষ্ণতা
লেপের উষ্ণ আদরে উপেক্ষিত হবে শীত
তোমার শীতলতা তবুও ভাঙবে না।
গ্রীষ্মের নির্মম কঠিন শাসন
যখন বুকের মধ্যে জাগিয়ে তুলবে হাহাকার।
কান্না বুকের মাঝে গুঞ্জন তুললেও
তুমি থাকবে নির্বিকার।
তোমার এমন কঠোর কঠিন প্রতিজ্ঞা
ভেঙে দিল আমার আহ্বান!!
তোমায় ভাসিয়ে নিয়ে এলো আমার কাছে
অভিমানে দুরে সরে থাকতে পারলে না।
–~০০০XX০০০~–