আমি ঠিক আমার মতো
অনিমেষ চ্যাটার্জি
হয়তো তুমি লিখতে পারো হাজারখানেক পাতা,
হাজার শব্দে ভরতে পারো হাজার খানা খাতা,
আমি শুধুই আঁকতে পারি ছন্দে সুরে ছবি,
তবুও বলি নই গো আমি তোমাদের মতো কবি।
ভাবনা যখন আসে মনে নানারকম ভাই,
কলমখানা বাগিয়ে নিয়ে লিখেই শুধু যাই,
নাই বা হলো কবিতা তা, নাই বা হলো ছড়া,
হোক না লেখা সামান্য সে, স্বপ্ন দিয়ে গড়া।
রোজ কত কি স্বপ্নে দেখি নানারকম দেশ,
কতরকম মানুষ সেথায় কতরকম বেশ,
গাছপালারা নানান রঙের, ঝর্ণা, পাহাড় আছে,
সমুদ্দুরের ঢেউ এর মাথায় আলোর মাণিক নাচে।
ঘরবাড়ি সব হাজার রকম, অবাক চোখে দেখি,
আবোল তাবোল ভাবনাগুলো কলম ধরে আঁকি,
সামান্য এই পাগলামি আর খামখেয়ালিপনা,
নিজগুণে করো ক্ষমা তোমরা গুনিজনা।। 🙏🏻
–:: সমাপ্ত ::–