ধর্ম হুংকার
মণিকা বড়ুয়া
তাতৈ নাচে ছুঁড়ে দিচ্ছি সব সুসভ্য আঁচল।
পাতি পাতি খুঁজে মরি পূর্বপুরুষ জলমাটি।
ধাক্কা মেরে বসিয়ে দেয়
অধর্ম কোলাহল।
কে যেন কানের কাছে বলতে থাকে— ‘ওরে নীতিবাগিশ, সরে যা
তোর জন্য নয় এ আঁচল, আশ্রয়, এ অস্তাচল’!
ধর্ম হুংকারে ভিজছে এ সময়!
( যদিও জানি অধর্ম তার গ্রীবায় লীন!)
–~০০০XX০০০~–