তোমার আলোয়
নন্দিতা চক্রবর্তী
তোমার আলোয় দেখি তোমার ছবি
বাতাস তোমার পরশ আনে বয়ে
বুঝতে পারি হৃদয় ভরে আছো
কাজল হয়ে আঁখির পলক ছায়ে।
তোমার সকল কাজ-অকাজের ফাঁকে
আমার পরশ জানি কোথাও নাই
তোমার পাখি ঝাপটে মরে ডানা
প্রতিপত্তির উচ্চ জানালায়।
যেদিন তোমার ভাঙবে মোহের ঘোর
সেদিনও আমি থাকবো বহু দুরে
বুকের মাঝে বাজেই যদি সেতার
পুরনো দিন রাখবে সুরে ধরে।
গাছের ডালে দুলবে নতুন পাতা
ফুটবে সুখে নতুন ফুলের দল।
বুকের কোন গভীর ক্ষত হতে
টলটলাবে হয়তো অশ্রুজল।
নদীর দুটি সমান্তরাল পাড়
বইবে ছুঁয়ে একই জলের স্রোত
তবুও সেই দুরটা রবে দুরেই
বুকের মাঝে প্রলয় যতই হোক।
তোমার সকল আশা পূরণ হোক
এই কামনাই বাজে বুকের মাঝে
আমার ছায়া দুরের থেকে দূরে
হারিয়ে যাক সকল ভুলের ভাঁজে।
–~০০০XX০০০~–