বিশ্বাস
রণজিৎ মন্ডল
বিশ্বাস যখন ভস্মীভূত
অবিশ্বাসের আগুনে,
সর্বাঙ্গ পুড়ে হইছে ছাই দাগ রাখিয়া এ মনে।
হৃদয় জ্বলে যখন শরীরে
অকারণ সন্দিহানে,
বিশ্বাসের তবে কি নিশ্বাস সম
বসত নয় এ প্রাণে!
ভেঙেছে মন, লুটেছে ধন,
দিয়েছে আঘাত শরীরে, মনে,
রেখেছি ধরে বিশ্বাস তবু যে ছিল
হৃদয়ের মধ্যখনে!
অভাগার স্বর্গ ধোঁয়ায় মেশে
চেয়ে দেখা নীল গগনে,
সব কেড়ে নিয়েও ক্ষান্ত নাহি
জীবন যখন পবনে!
জোটেনি অন্ন, করেনি গণ্য,
দেখিছে জনে জনে,
নিঃস্ব সে যে দূর্বল সে যে
তবু সে আজ ধন্য।
দেখিছে সবাই স্বর্গ নামিছে
মন্দিরে নয় শ্মশানে,
বিশ্বাস যেন নিশ্বাস হয়ে
মিশিছে ধোঁয়ায় গগনে!
–~০০০XX০০০~–