তপ্ত মরু বুকের মাঝে
মদন চন্দ্র করন (বিদ্যালঙ্কার)
কিসের ঝড় কিসের আওয়াজ
তপ্ত মরু প্রায় বুকের মাঝে..
গেও না গান দুঃখের আতর
নামাজ পাটি ঘরের সাজে!
অস্ত যাওয়া দিনের সূর্যে সেঁকে
হারানো উত্তপের উতল হাওয়া..
কপট বন্ধুয়া কপোত বধূ র প্রেম
জলের দরে কেমন হারিয়ে যাওয়া!
আমি এমন ভাবি অনেক অনেক..
নিঝুম ঝিঁঝিঁসংঘ ডাকে একলা রাতে
দিন দুপুরে ক্ষুধার হানায় কাতর হয়ে
ময়লা আঁচল ফুলকুড়ানির ফুল সাজিতে
চোখে ধাঁধা হয়তো যাবো পাগল হয়ে..
সোনার ফসল ফলাস তোরা আছিস যাঁরা
তারা হয়ে নীল আসমানের চাঁদের পাশে
কমল চোখে ক্ষুধা বেকারী যাইই লিখি ভাই
নিরস নিতুই নূপুর ঝঙ্কারে এ ধম্মরাজার দেশে
শীতল হাওয়ায় শীতের রোদ্দুর প্রাণ পট পটি
মানস গঙ্গা উতল হাওয়া উজান তুফান কে নেয়ে?
বুক ভাঙা কান্না প্রেম বন্যা নিজ স্বার্থে লুটোপুটি
–~০০০XX০০০~–