জলেই জীবন জলেই মরণ
প্রেমাঙ্কুর মালাকার
গঙ্গার বুকে, বড়ো গাধাবোটে,
মাঝি মাল্লার দল-
চান করে ওরা, বালতি ডুবিয়ে,
তুলে গঙ্গার জল।
কেউ রাঁধাবাড়া, করে নৌকায়,
জলেই জীবন কাটে-
ওদের জীবন, ভোর হয়ে যায়,
গঙ্গার ঘাটে ঘাটে!
স্থলের জীবন, ওরাতো চায় না,
গঙ্গা ওদের টানে-
জলেই জীবন, জলেই মরণ!
সুর তোলে সারি গানে!
–~০০০XX০০০~–