জীবন যুদ্ধ
মৃনাল কান্তি বাগচী
মানুষ বাঁচে যতদিন
জীবন যুদ্ধ চলে ততোদিন।
যুদ্ধ ছাড়া জীবন ভাবা যায়না
যুদ্ধই জীবনের আয়না।
যুদ্ধ করে পৌঁছেতে হয় লক্ষ্যে
তা না পারলে জীবন কাটে দুঃখে।
যুদ্ধ ছাড়া জীবনে নাহি কোন উপায়
যুদ্ধ করে পেতে হয় বিজয়।
কখনো সে যুদ্ধ শিক্ষার
কখনো খেয়ে পড়ে বেঁচে থাকার।
কখনো নিজের অধিকার প্রতিষ্ঠার,
কখনো কখনো কিছুনা কিছু পাওয়ার।
যতক্ষণ দেহে থাকে প্রাণ
যুদ্ধ থামেনা কখনো।
যুদ্ধ ছাড়া বাঁচা যায়না
যুদ্ধই বেঁচে থাকার অনুপ্রেরণা।
সেই যুদ্ধ হোক অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে,
যুদ্ধ করে মানুষ বেঁচে থাকুক সুখ ও স্বাচ্ছন্দ্যে।।।
–~০০০XX০০০~–