আমার পিছনে যারা
শিব প্রসাদ হালদার
রৌদ্র করোজ্জ্বল প্রকাশ্য রাজপথে
যখন পথ চলি,তখন দেখতে পাই-
সমর্থিত অনেক অ-নে-ক জনতা
ঠিক আমারই পিছনে।
কিন্তু, রাতের নির্জন নিস্তব্ধ অন্ধকারে
যখন কন্টকাকীর্ণ পিচ্ছিল দুর্গমপথে চলি
তখন দেখি না কাউকে-
আমারই অনুসরণে-আমার পিছনে।
তবুও অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাই একাকী
সেই দিনের অপেক্ষায়-
যেদিন এদের মাঝে জ্বলবে
চেতনার জ্বলন্ত বহ্নিশিখা!
দোদুল্যমান পিছুটান পরাস্ত হয়ে
মুছে যাবে স্বার্থপরতার নিষ্ঠুর মূঢ়তা,
জেগে উঠবে সত্যিকারের মানবিকতা;
যার দুরন্ত আকর্ষণে এরাই এগিয়ে যাবে-
আমার বলিষ্ঠ পদক্ষেপের আগে আগে !!
–~০০০XX০০০~–
দেশ-বিদেশের যেসকল বন্ধুরা আমার লেখার অনুরাগী তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ
“সবুজ স্বপ্ন” ওয়েব ম্যাগাজিনের দেশ-বিদেশের পাঠক বন্ধুদের আমার লেখার প্রতি অনুরাগে অনুপ্রাণিত হলাম। সুধী পাঠক মন্ডলীর সুচিন্তিত মন্তব্য সবসময় নতুন করে নতুন নতুন লেখায় অনুপ্রেরণা জোগায়। “সবুজ স্বপ্ন” ওয়েব ম্যাগাজিনের নিয়মিত পাঠক বন্ধুদের জন্য রইল শুভেচ্ছা ও অভিনন্দন