বিষন্ন মাছরাঙা
প্রেমাঙ্কুর মালাকার
তপ্ত গ্রীষ্ম নিদারুণ বৈশাখ –
খালবিলজলা শুকিয়েহয়েছেখাক
মাঠের ফসল শুকোচ্ছেবিলকুল,
মাটির গভীরে চালাতে পারেনামূল
জলচর পাখি প্রাণীদের দুর্দিন,
কাটে বৈশাখ বৃষ্টি বাদল হীন,
কোথায়পালালোপানকৌড়িরঝাঁক
খটখটে বিলেমেলেতোবসেনাপাখ
বককাদাখোঁচা বিষন্ন মাছরাঙা,
শুকিয়েছেজলাশুধুদেখাযায়ডাঙা
আজ বিপন্ন জলপিপি বালিহাঁস,
ওদের জীবনেএলোআকালেরগ্রাস।
কচ্ছপ মাছ শিঙিমাগুর কই,
কাদার গর্তে খাবিখেয়ে মেলেথই
দারুণ গ্রীষ্মে অবস্থা সঙ্গিন!
মিলবে মুক্তি এলে বর্ষার দিন!
–~০০০XX০০০~–