নদীর মজা
মৃনাল কান্তি বাগচী
ছোট্ট খোকা,ছোট্ট খোকা,
দেখতে চাও কি নদী?
আমার সঙ্গে সেজেগুঁজে
তবে চলো জলদি।
নদীতে থাকে হরেক রকম
রঙ বেরঙের ছোট বড় নৌকা,
সেই নৌকা চড়ে আমরা
চলে যাবো অনেক দূরে ঢাকা।
নদীর জলে দেখতে পাবো
হরেক রকম মাছ,
নদীর দুই পাড়েতে আছে
শত শত সবুজ রঙের গাছ।
ঢাকায় যদি যাই আমরা
দেখতে পাবো নতুন শহর,
যেতে যেতে দেখবো মোরা
নদীতে হাজারো নৌকার বহর।
নদীর মাঝে পাল তোলা নৌকা
দেখতে বড়ই চমৎকার,
চলো আমার সঙ্গে তাড়াতাড়ি
দেরী করোনা একটুও আর।
নৌকা চড়ে পাবো আমরা
দারুন রকম মজা,
পেট পুরে খাবো মোরা
সঙ্গে করে নেওয়া সুস্বাদু খাজা।।।
–~০০০XX০০০~–