স্বপ্ন কথা
নন্দিতা চক্রবর্ত্তী
স্বপ্ন তোমার হাত বাড়িয়ে দাও
তোমার সাথে সাধের ঘর গড়ি
মেঘের ফাঁকে মুখ লুকানো আলো
আর খেলো না এমন লুকোচুরি।
সাদা মেঘের পানসি ভেসে যায়
হৃদয় আমার পাল হতে চায় তার
অশ্রুকণায় গাঁথা বেদন মালা
মেঘের বুকে সয় না যে তার ভার।
তাই তো সে হার শিশির হয়ে ঝরে
মাটির বুকে কখন এলো নেমে
ঘাসের বুকে শিশির কণা হয়ে
বেদন আমার রাতের প্রহর গোনে।
প্রভাত রবির প্রথম কিরণ এসে
কখন তার হৃদয় দেবে ছুঁয়ে
ঝিকমিকিয়ে উঠবে হাসি তার
ছড়িয়ে যাবে আকাশ বাতাস ভুঁয়ে।
স্বপ্ন তুমি এসো আমার বুকে
সকল বেদন সাজাও গরিমায়
সকল আড়াল সরিয়ে ফেলে আজ
খেলব আমি তোমার আঙিনায়।
–~০০০XX০০০~–