হেমন্তিকা
কবি :- অনিমেষ চ্যাটার্জি
এখন ভোরের গায়ে কুয়াশার আদর,
হঠাৎ বিকেল ঘেঁষা সন্ধ্যে চাদর,
দূরে মিলিয়ে যায় ঢাকের বোল,
উজানে ভাসে ঘুমন্ত খড়, মাটি, সাজ।
হেমন্তের ম্রিয়মাণ শিউলি বাসে
কার্তিকের দীপালি আলোয়
বারুদের ঘ্রাণ মেশে।
শিরশিরে হাওয়ায় নতুন ধানের ক্ষেতে
আসন্ন অগ্রহায়ণের চিঠি।
আমি পাতা ঝরা অমল আলোয়
ভুটিয়া পল্লীর গরমজামার ভিড়ে তোকে খুঁজি।
সবুজ ঘাসের স্মৃতি রেখায়
এখনো তোর পায়ের ছাপ,
রেস্তরাঁর কেবিন ঘরে তোর উত্তাপ,
চিলেকোঠার শরীরে তুই তুই গন্ধ।
কোথায় নিরুদ্দেশ তুই নীলকন্ঠের মতো ?
ভিক্টোরিয়ার পরী ফিরে ফিরে চায়,
জাহাজের মাস্তুলে গাঙচিল শুধায়,
তোর আসা যাওয়ার খবর,
আমি আকাশ দীপের মত শান্ত নিরুত্তর।
–~০০০XX০০০~–