হ্যাংলা আর ক্যাবলা ভুত
আগন্তুক🕊️
ধ্যাং ধরেছে হ্যাংলা ভূতে ,
ল্যাংচা খাবে রাতে !
ক্যাবলা ভূতকে সঙ্গে নিয়ে ,
গেলেন দুজন হাটে ।
রঙ বাহারী খাবারে মজে ,
হ্যাংলা গেলো ল্যাংচা ভুলে !
সুস্বাস্থ্য এক পাঠা দেখে ,
চুরি করে আনলো তুলে ।
ভাবলো বসে দুজন মিলে ,
রাতে খাবে রসিয়ে কষিয়ে !
দিনভর তাই উপোস রইলো ,
পাঠার গন্ধে মন ভাসিয়ে !
আঁধার নামার সঙ্গে সঙ্গেই ,
বসলো দুজন রান্না করতে ।
তেল মশলা জমকে কষিয়ে ,
দিলো যে তা জ্বলন্ত করাইতে ।
গন্ধে গন্ধে নেংটি ভুত ,
দৌড়ে এলো সেথায় ছুটে !
ভাগ চাইতেই হ্যাংলা ক্যাবলা ,
মারলো তাকে দুজন জুটে ।
কাদতে কাদতে নেংটি গিয়ে ,
ব্রহ্ম দৈত্যকে সব বললো খুলে !
রেগে গর্জে ব্রহ্ম দৈত্য ,
এলো সেথায় হেলে দুলে ।
সঙ্গে এলো পিচাশ পেত্নী ,
এলোকেশী ডাকিনী জুকিনি !
আরো এলো অন্য ভূতেরা ,
বাদ থাকেনি সাখচুন্নি !
সবাই মিলে হল্লা বলে ,
সব মাংস খেলো নিমিষে !
হ্যাংলা ক্যাবলা দেখলো চেয়ে ,
রাত কাটালো কেঁদে উপোসে !
–~০০০XX০০০~–