নিশিথিণী
✍🏻 অনিমেষ চ্যাটার্জি
*********
সেই তো কৃষ্ণকলি,
নিশীথ রূপলাবণ্য অঙ্গশোভা যার,
হাওয়ার আদর জড়ানো
নিকষ কালো কুঞ্চিত ঘন কেশ।
ভ্রূ যুগলের মাঝে
জ্বলজ্বলে ধ্রুবতারার টিপ,
কপালে নক্ষত্র চন্দনের ফোঁটা তার।
চন্দ্রকলা ঠোঁটের কোণে লুকোনো
আদুরে রঙ জ্যোৎস্না মৃদু হাসি,
কানে শুকতারার কুন্ডল,
গলায় হালকা বেগুনি আভার
চোখ জুড়োনো জ্যোতিষ্ক মালা।
অঙ্গে মেঘ ওড়না,
পরনে নিবিড় আলো ছায়া মাখা
পত্রালিকার নীলাভরী ঘাগরা কাঁচুলি,
পৃথিবীর দৃষ্টি ঝাপসা হলে
আমি সেই নিশিথিণী প্রিয়ার
সাথেই পথ চলি।
–~০০০XX০০০~–