সত্যবাদিনী
কিশোর বিশ্বাস
শ্রীকুমার প্রতিদিন একটা নাগাদ শাওলীর বাড়ি আসে, আজ এদিকে একটা কাজ ছিলো, কাজটা হলো না তাই বারোটা নাগাদ শাওলীর বাড়িতে ঢুকে পড়ল কিন্তু শাওলীকে এক ভদ্রলোকের সংগে যে অবস্থায় দেখল তাতে শ্রীকুমার বাক্যহারা হয়ে গেল। ভদ্রলোক বেরিয়ে গেলে শাওলীই প্রশ্ন করল তুমি? তোমার তো একটার সময় আসার কথা। শ্রীকুমার বলল এখন না এলে তো তোমার স্বরূপটা দেখতে পেতাম না।শাওলী বলল আমি খুব খারাপ না?তোমার সংগে যখন প্রেম করি তখন সোনা,মানিক, কৈ খারাপ তো বল না? বল না তুমি তোমার স্বামীকে ফাঁকি দিচ্ছ।তোমাকে দিলে ভালো অন্যকে দিলে খারাপ? তুমি ও তো তোমার বউকে ফাঁকি দিচ্ছ, তুমি খারাপ না?
–~০০০XX০০০~–