ইচ্ছে করে
আগন্তুক🕊️
ইচ্ছে করে…..ইচ্ছে করে!!
ইচ্ছে করে স্বপ্ন দেখতে ,
ইচ্ছে করে খুব !
তুমি যদি হও স্বপ্ন তবে ,
ঘুমেই দেবো ডুব !
ইচ্ছে করে খুব ,আমার ইচ্ছে করে খুব !
ইচ্ছে করে…ইচ্ছে করে!
ইচ্ছে করে ভাসতে মেঘে ,
নীল আকাশের পারে !
তুমি যদি হও শৈত্য বাতাস ,
ঝরবো বৃষ্টির ঝড়ে !
ইচ্ছে করে …..আমার ইচ্ছে করে!!
ইচ্ছে করে …ইচ্ছে করে !
ইচ্ছে করে কাজল হতে ,
তোমার চোখের পাতার !
তুমি যদি দেখো আমায় ,
মিটবে আমার আঁধার !
ইচ্ছে করে …ইচ্ছে করে,ইচ্ছে করে আমার!!
ইচ্ছে হলে…ও.. ইচ্ছে হলে!!
ইচ্ছে হলে তোমার স্বপ্নও ,
দিতে পারো মোরে !
বাসবো ভালো অনেক তোমায় ,
রাখবো এই বুকের ভিতরে !
ইচ্ছে হলে..তোমার ইচ্ছে হলে !!
ইচ্ছে করে তোমার ইচ্ছেতেই ,
বাঁচতে যেনো পারি !
জীবনে শুধু ভাবই থাকুক ,
দূরেই থাকুক আরি !
ইচ্ছে করে….আমার ইচ্ছে করে !!
“””””””””””””””””””””