ঢাকি
✍🏻 : অনিমেষ চ্যাটার্জি
মা দুর্গা গেলেন ফিরে,
ঢাকি তুই ফিরবি কি রে?
সময় হলো বিদায় নেবার,
পড়ছে মনে গ্রামকে এবার?
স্ত্রী, সন্তান, পরিবারে,
যা রে ঢাকি ফিরে যা রে।
ধানের ক্ষেত, আকাশখানি,
দেয় যে তোকে হাতছানি।
থামলে পরে ঢাকের কাঠি,
ডাকছে এবার গাঁয়ের মাটি।
শহরবাসির মন ভুলালি,
ঢাকি রে, তুই কি পেলি?
তাকিয়ে পরিবারের মুখ,
আনলি কিনে শহুরে সুখ?
বছর ঘোরার অপেক্ষায়,
ঢাকি তোদের দিন যে যায়।
দিন আনিস, দিন যে খাস,
পুজোয় কত বায়না পাস?
সারা বছর করিস কি,
কজন খোঁজ রাখে ঢাকি?
হাওয়ার গানে ভেসে রবে,
আসছে বছর আবার হবে।
–~০০০XX০০০~–