করযুক্তো – খাও শুক্তো
প্রেমাঙ্কুর মালাকার
নসুবাবুর দুইটি জামাই
কোনোবছর দেয়না কামাইষষ্ঠীতে
লগন দেখে পুঁথি-পাঁজির
শ্বশুরবাড়ি হলোহাজির জষ্ঠীতে।
বড়জামাই খাবেন খাসি-
ছোট জামাইভোগবিলাসীমুরগীতে
গলদা আনো চিথলমাছ
শুনে শ্বশুর দিচ্ছে নাচ তুর্কিতে।
মনের দুঃখে জোলাপ গুলে
শ্বশুর মশাই ব্যথায় শুলে আন্ত্রিকে
কেউবা গিয়ে বদ্দি ডাকে
জামাই ডাকে দুর্বিপাকে তান্ত্রিকে।
শ্বশুর ভাসে চোখের জলে
হিঞ্চে দিয়ে রান্না বলে শুক্তোরে!
কষ্ট এবার দিলেম বড়!
বিরস মুখে শ্বশুর কর যুক্তোরে!
–~০০০XX০০০~–