শয়তানেরা ঘুমোয় না
পার্থসারথী চট্টোপাধ্যায়
খেঁজুর গাছের রস খেতে তুই
জিভ দিয়ে ক্ষুর চাটলি রে!
নিজেই কালো বেড়াল সেজে
রাস্তা নিজের কাটলি রে।
যে পথ দিয়ে পালিয়ে এলি,
যে দেশ শ্যামল স্বপ্নে তোর
সেই স্মৃতিটায় খেললি জুয়া
তিন সিকিতেই আফিংখোর।
দুঃসময়ের মন্ত্রটাকে
কুমন্ত্রণায় ভুললি তুই
গোখরো এনে ফোঁস শেখালি
ধরলি দিশি জাত চড়ুই।
দুধের বাটি উল্টিয়ে সাপ
মাঝরাতে হুম্ হুমোয় না
শিশুর বুকে খিল এঁটে যায়
শয়তানেরা ঘুমোয় না।
–~০০০XX০০০~–