শৈশবের ঘড়া
উৎপল সেন
দিন আসে যায় কাটে কত রাত,
ফিরে আসে যেন সেই চাঁদের হাট।
শিশুমনে যা ছিল একদা বন্দী খাঁচা,
সঙ্গী শূন্য মন বলে আজ
সে ছিল আসল বাঁচা।
সবুজ হীনতায় সবুজ মন
গুমরে কেঁদে মরে,
মুঠোফোন আর ল্যাপটপে
বসে বদ্ধ ঘরে।
কাগজের প্লেন বানিয়ে ছোড়া,
বেদম প্রহার পড়লে ধরা।
নতুন রুপে পূর্ণ হোক
শৈশবের ঘড়া।
সবুজ কথা
উৎপল সেন
ভুল হয়ে যেত ঐকিক নিয়ম
দেখতে গিয়ে তাঁকে।
ছেলে বেলার কঠিন শাস্তি
পেন্সিল আঙুলের ফাঁকে।
ঢং ঢং করে দশটা বাজলে
হাফ প্যাডেলে ছুটি।
নৌকা বেয়ে চলে যেত
ছোট্ট বেনুনী দুটি।
সন্ধ্যা যখন নামত ক্ষেতে
নামতা পড়ত সুরে
বাল্য সে মন অবাক হয়ে
শুনত দাঁড়িয়ে দূরে।
অংক খাতা আজও ভরে
তার ছবি তার নামে।
কিশোর প্রেমের সবুজ কথা
আজও বুকের বামে।
–~০০০XX০০০~–