বাঘ ও হরিণ
বিজয় কুমার রাউত
শীতকালে শিকারে বেরিয়েছে ডোরাকাটা বাঘ
মধ্যরাতের জ্যোৎস্নায় পিঙ্গল হরিণী
পান করছে কুয়াশা আর আকাঙ্ক্ষার আগুন!
চন্দনের বনে তার মেহগনি শিঙে জেগে উঠছে
জীবনের কল্পিত নরক।
কস্তুরীর মৃদু গন্ধে পাগল হয়ে সে ঘুরে বেড়াচ্ছে
বসন্তের উচ্ছল বাতাসে।
শীতকালে বেরিয়েছে বাঘ, এখনো ফেরেনি
হয়তো বা খুন হয়ে পড়ে আছে অন্ধকার জলে।
নক্ষত্র নিভেছে সবে, নিষিদ্ধ আপেল থেকে
টুপটাপ ঝরে পড়ছে রক্তের গলিত সুর।
ওই দেখো ছায়া হয়ে হেসে ফিরে গেল
যুবকের ব্যর্থ অভিশাপ।
এলাচদানা
বিজয় কুমার রাউত
তুমি তো সবুজ পানের ভেতর থাকো
এলাচদানার মতন তোমার সুখের কিসিমখানা
আপন ফুলের গন্ধে কেবল ডাকো
মধ্যরাতে আবার যে হও সাধের এলাচদানা।
বাহারি নীল জলসা জুড়ে তোমার গুণগান
বুকের আগুন, হালকা মেজাজ, অন্ধকারের স্নান!
–~০০০XX০০০~–