সুমধুর সে আবেশে
অশোক কুমার দাস
হঠাৎ বাতাস এসে
চুপিচুপি ভালোবেসে
তোমার আমার কানে
কি যে বলে গেল শেষে।
বাতাসের আগমনে
ওঠে শিস শালবনে
সোহাগের মঞ্জরি
দুলে ওঠে ক্ষণে ক্ষণে
হৃদয়-গাগরী ভরে
সুমধুর সে আবেশে।
ধূধূ এ শূন্যবুকে
অশোক কুমার দাস
সেদিন এসেছিলেম কতই না হাসিমুখে
বিদায় নিলাম আজ শুধু এ শূন্য বুকে
একটি বছর পরে আবার এলাম ফিরে
জ্বলল প্রদীপ ঘরে, স্মৃতির হৃদয় নীড়ে
শুনেছি যে অসময়ে অনেকের কটুকথা
চিহ্ন বঞ্চনার, তিক্ত বিষন্নতা
রয়েছে বক্ষ জুড়ে বোবা পাথরের মত
সয়েছি নীরবে ব্যথা, হাসিমুখে অবিরত।
বোঝাতে পারিনে মুখে, বিদায় নিলেম দুখে
ধূধূ এ শূন্য বুকে, ধূ ধূ এ শূন্য বুকে।
–~০০০XX০০০~–