আলোর আভাস
পূর্ণেন্দু ভট্টাচার্য
যদি তার জন্য হয়েছি পাগল মজনু আমি
আমার মনের সন্ধ্যাতারায় আশীর্বাণী
জমিয়ে রাখে দেরাজে।
তার চোখের তারায় আছে কাজল রঙের জ্যোতি
ধূ ধূ চরের বিশালতায় বিষাদ খাতে
আলোর আভাস পেলে।
তার বুকের ভেতর সুখের পায়রা
যায় শূন্যে ডানা মেলে
বকম বকম করে।
আজকে অনেক পুরনো ফুরোন কথা
আকাঙ্খার চক্রব্যুহের দ্বারে
পাখা নাড়ে মনের মোহনায়।-
জবরদস্ত খাজনা আদায় করার ইশারা পেয়ে
চিন্তা য় পড়ে আগামী
প্রজন্ম- মুক্ত জীবনের কামনায়।
কাউকে বলিনি
পূর্ণেন্দু ভট্টাচার্য
না না আমি কাউকে কিছু বলিনি তোমার নামে। বাতাসকে কিছু বলিনি, আকাশকে কিছু বলিনি, নদীর স্রোত, সমুদ্রের ঢেউ,ধূ ধূ বালুচর, খাঁখাঁ প্রান্তর কাউকেই কিছু বলিনি। আকাশের চাঁদকে বা রজনীগন্ধার কানেকানে কিছু বলিনি, ফুটে ওঠা ফুলকে, ফুলঝু্রির ফুলকিকেও বলিনি, রামধনুর কাছেও বলিনি গোপন কথা,সেইসব পুরনো স্মৃতি….
–~০০০XX০০০~–