হৃদয় সাঁকোয় হাত রেখে
স্বপন কুমার দাস
আকাশ জুড়ে মেঘের খেলা
অভিমানী রাত
একলা পথে নীরব পথিক
কেউ দেয়নি সাথ
বৃষ্টি এলো ঝমঝমিয়ে
নিঝুম চারিধার
বুক ভেসে যায়, মন ভেসে যায়
পদ্মা নদীর পাড়
মনের সাঁকো ভাঙলো যখন
উথাল পাথাল ঢেউ
চোরা স্রোতে যাচ্ছি ভেসে
সঙ্গে নেই তো কেউ
হৃদয় সাঁকোয় হাত রেখে আজ
শপথ নেওয়ার পালা
ঘুচিয়ে আঁধার একলা পথিক
পরবে জয়ের মালা
নদীর কথা
স্বপন কুমার দাস
নদীর সাথে সখ্য গড়ি
নদীর ধারে বাস
ঈশান কোনে মেঘের ফেনা
দুঃখ বারোমাস
প্লাবন আসে আকাশ ভেঙে
ছন্নছাড়া ঢেউ
দুঃখ ভেলায় জীবনতরী
সঙ্গে নেই তো কেউ
এমনতর জীবন নিয়ে
নদীর ধারে থাকি
উপচে দু’কুল সোনার ফসল
কখনো কেবল কেবল ফাঁকি
তবুও নদী তোরই সাথে
থাকবো চিরকাল
ডোবা ভাসায় থাকবো ভেসে
ছাড়বো না তো হাল
নদীর সাথে সখ্য গড়ি
তুই যে আমার মা
যদি সব নিয়ে যাস ধুয়ে মুছে
তবু তোকে ছাড়বো না।
–~০০০XX০০০~–