হে মা দুগগা
শ্রী সেনগুপ্ত
আইজ বিষ্যুদ বারের হাট বঠে মায়ে ঝিয়ে চইল্লি কাশীপুর।
পাকা সড়পে দু চার মাইল।
হামদের ইতনা টুকুন চইলতে যেলে
নাই লাগে ধুর।
মনসা পুজা কোনো রকম কাটাইছি গো হায়!
ইবার আর দুগগা পুজায় কুনু কুছু নাই
ঘরের মরদ ঘরকে বস্যে,
উনান শালে ছাই।
রোজ বিহান বেলি হুলকে আসি
খুইল্ল নকি কারখানা।
শুম শাম পড়হে আছে
শুখা পাত লা ইদিক সিদিক
গড়কে যাছে ঝন ঝন্যা।
মায়ে ছায়ে পলাস বনে কাঠ কুড়ায়ে আনি
বুড়হা শশুর হাঁটতে লারে দুচোখ ভরা ছানি।
দুটাকার চাল আলু সিঝা নুনি শাকের ঝোল
মাঝে সাঝে খালের পুঁঠি খইলস্যা মাছের ঝোল।
দুগগা থানে মানত দিলি, বাতসা হরির ভোগ চঢ়ালি।
গড় কর্যেছি মারাং বুরুর থানে।
কালো পাঁঠার বলি দিবো
ভিজা চুল্যে দন্ডি দিবো
আমার কথা শুনো ঠাকুর কানে।।
–~০০০XX০০০~–