বোধনের ঘট ব্রাত্য এখন!
প্রেমাঙ্কুর মালাকার
ফোটা কাশফুলে, ধবধবে সাদা,
সবুজ কাশের বন;
ওরাই করছে, শারদ পুজোর,
পতাকা উত্তোলন!
ভোরের শিউলি, ঘাসে ঝরেঝরে,
বিছায় আস্তরণ ;
দুব্বো বিছায়, পারসি গালচে,
দুর্গার আগমন।
অতি ঘটা করে, হবে মণ্ডপে,
পুজোর উদ্বোধন!
ফিতে কাটবার, ছলে আসবেন,
বিখ্যাত লোকজন!
আগেতো ছিলোনা, যুগের হুজুগে
এলো এই আয়োজন ;
আগে বেল ডালে, বোধনের ঘটে,
পুলকিত হতো মন!
শারদ পুজোর ঘ্রাণ
প্রেমাঙ্কুর মালাকার
রোদ ঝলমল শারদ আকাশে
বৃষ্টি বাদল হীন ;
মেঘেরা উড়ছে অনেক উঁচুতে
বৃষ্টির আশা ক্ষীণ!
মোটে গোণা দিন, রয়েছে পুজোর
বাজার ওঠেনি জমে-
দুর্গাপুজোর ম্যারাপ বাঁধার
কাজ চলে পুরো দমে!
শীত শীত ভোরে শিউলি ছড়ায়
শারদ পুজোর ঘ্রাণ;
ফোটা কাশফুল দমকা বাতাসে
ঢেউ তোলে অফুরান!
সোহাগে দুলছে শীষ দেখা যায়
মাঠের সবুজ ধানে-
ওই পুজো আসে! ভ্রমর বলছে
পদ্মের কানে কানে!
–~০০০XX০০০~–