মুক্তি
মদন চন্দ্র করন (বিদ্যালঙ্কার)
ফুলের মতো বাসি হয়ে যায়
মানব হৃদয়
পলে পলে প্রহরে প্রহরে যেন
বসন্ত অস্তমান..
পড়ন্ত বিকেলের বর্ষা ভেজা
মাটিতে দাঁড়িয়ে নির্জনতা..
শিকল ভাঙতে ইচ্ছে করে
খুঁজে ফিরি মুক্তির স্বাধীনতা
অনেক দিন যেন সমাজ বন্দী
অদ্ভুত এক খাঁচার ময়না পাখি
কেঁদে কেঁদে শুধুই বুক ভাসাই
বাঁধ ভাঙা আনন্দ গেল কোথায়?
ভালোবাসি একথা একটু বলতে
কত প্রশ্ন কত উত্তর দাড়ি কমা..
কত কিছুর আমৃত্যু অচিন পাখি!
অথচ অস্তমান জীবন সূর্যের আলো
রোজ রোজ ঘাস পাতা ভালো লাগে না
ক্ষুধা দারিদ্র বেকারত্ব লাগামহীন দেশ
শুধুই স্বপ্ন দেখায় আর সুখ কেড়ে নেয়
একটু প্রতিবাদ করলে হয় মৃত্যু নয় জেল
কত কি ইচ্ছে স্বপ্ন লতার মতো গজায়
মাঝে মাঝে সব বন্ধন ছিন্ন ইচ্ছে করে..
মনে হয় যাই চলে দূরে কোনো বহুদূরে
লাল পরী নীলপরী উর্বশী অপ্সরা দেশে
যেথা মানুষের মনের উপর হস্ত ক্ষেপ নাই!
ইচ্ছে করে তোকে কোলের কাছে একলা পাই
তো র নিকষ কালো কেশে হাত বুলাই…
একলা ছাদে চাঁদের আলোয় গল্প কথায়
উড়না চিবুক ঠোঁটে একটু মদের মতো চুমুক খাই
তুই কত স্বপ্ন দেখাবি এক ঝলক মিউ মিউ
কাঁদবি..সেই কান্নায় অশ্রু অলংকার হবে
নেশা বিভোর মনে জড়িয়ে চুষে খাই অশ্রু…
চল… এই অনন্ত কালের কান্না শেষ করি
আকাশ বাতাসে উড়ে যাক অনন্ত স্বপ্ন বলাকা
মানব জন্ম দুর্লভ শিউলি গন্ধে শীতের রোদ্দুর
বসন্তের পলাশ ফাগুন বকুল চাঁপা স্নান করি
আকাশে হাজার তারা জোছনা মাখা চাঁদ ভেলা
সব কিছু নিয়ে শুরু হউক জীবনের মধুমেলা..
আর নয় আর নয় আর নয় এই অবহেলা…
ক্ষুদ্র দুইটি প্রাণ আর সব চাওয়া পাওয়া
হংস বলাকা সাঁই সাঁই চরৈবেতি যাওয়া….
শাস্ত্রীয় মিথ্যাচার ধর্ম জন্মান্তর সমুদ্র বালু চড়ে
বসন্ত উল্লাসে পাখির ডানায় জীবন মুক্তি চাওয়া।
A study of give and take premium’s in the world
Madan Chandra Karan (Bidyalonkar)
O dear look in the world with a fresh inspiration.
It is cruel and waiting for destiny of creation
You may say the nature is so beautiful…
And mother of all the creature and humans..
But life is an insurance policy…
With give and take premiums.And gives thanks..
And takes nothing for guaranteed.
Hope is the stronger thing to continue the livelihood than any type of fear
Weak persons depend on faith and prayer
And which are totally invisible matter.
We pray to god for one sided expectations
It destroys our freedom of thoughts in mind..
Have you ever think on the money power sex
And also the love or respect? It is difficult-
To write and speak the best thing of these…
One day the enemies of liberty and their friends…
Have to face their destiny of barbarian trends
And people have a good day with golden sunlight
–~০০০XX০০০~–