”স্বপ্ন ভঙ্গ”
–:: রনজিৎ মন্ডল ::–
সব স্বপ্ন আশা আকাঙ্ক্ষার
সমাধি দিয়ে,
মৃত্যুভয়ে রাখা নিজেকে
লুকিয়ে।
এ কোন সময় এলো
জীবন দ্বারে,
সৃষ্টিকে ধ্বংস করে,
জল, হাওয়া, খাদ্য
সবই অবিশ্বাস্য, অনাস্থা
প্রকাশ করে।
নিঃসঙ্গ মানুষ জীবনের
শেষ প্রদীপ নিভিয়ে!
কি এক অজানা আতঙ্ক
শূন্য করে দেয় হিসেবের
সব অঙ্ক
কইতে হয় সব কথা
ধরা ছোয়ার বাইরে গিয়ে।
এ কোন সময় এলো,
সব করে দেয় এলোমেলো,
এত বিদ্যা, বুদ্ধি, শাস্ত্র, বিজ্ঞান
ঈশ্বর, আল্লাহ সব পড়লো লুটিয়ে।
যাকে দেখা যায় না চোখে,
অণুবীক্ষণের স্বল্পালোকে,
যার বিচরণভূমি মানব শরীরে,
এত গবেষণা, এত ওষুধ
তুড়ি মেরে দিচ্ছে উড়িয়ে!
চুরমার হয়ে যাচ্ছে আগামী
প্রজন্মের ফসল,
সব চেষ্টাকে করে বিফল,
নিজঘরে পরবাসে আছি
সবাই লুকিয়ে।
মানুষ খুন করার বিদ্যায়
বিজ্ঞানী সফল,
বাঁচাতে কেন তোমরা, তোমাদের
বিজ্ঞান বিফল?
কথাটা বলোনা একটু
বুঝিয়ে।
আমরা মানুষ, প্রকৃতি,
বিপুল সৃষ্টির কলঙ্ক তবে!
যারা নিজেদের পারেনা বাঁচাতে
কাড়াকাড়ি, মারামারি কেন
জবাব দিতে হবে!
বেঁচে থাকতে চাই আরো
জবাবের আশা নিয়ে।
এভাবে বাঁচতে চাই না
লুকিয়ে লুকিয়ে!
–oo/\oo–