আমি অজ্ঞাত !!
“””””””””””””””””””””””””
আগন্তুক
স্বপ্ন সুখের আশ বাঁধিয়া!
জীবন যুদ্ধে নামিয়াছি।
পথ হারাইয়া পথ খুঁজিতে,
অচিন দেশে ‘পা’ বাড়াইয়াছি!
আমি যে যাযাবর,পথ হারা পথিক হইয়াছি!!
লক্ষ নাহি দেখি চারিধার,গোলক ধাঁধার!
সীমাহীন দিগন্তর অদূরেও শুন্য!
বুকেতে ঝঞ্ঝা পথ যে আঁধার,নিরাকার!
কিরূপে করিবো?স্বপ্ন জড়ানো আশপূর্ন !
আমি যে জীর্ণ!ফেলে দেওয়া দর্পনচুর্ন ।
ভূলিয়াছি স্বত্ত্বা নিজস্বতা ,
ভাবিয়া বুঝিয়া অদূর ভবিষ্যত!
বর্তমানে চলিতেছি ক্লেশ বহিয়া:
সম্মুখেও গভীর খাদ!
আমি যে ছিন্নভিন্ন পাইয়া পাইয়া আঘাত!!
আছি এখনো অনুভবে বুঝি !
জানিনা আগামীতে কি হইবে!!
প্রতিনিয়ত লড়াইয়ে হইয়া ক্ষত ,
এই দেহ মন রইবে কি না রইবে !?
আমার এইটুকুতো দেহ মন,আর কত সইবে?
অপেক্ষায় আছি অসীম ধৈর্যে ,
সময় যে বড়োই কম !
প্রয়াসী হৃদয়ের আশ ছাড়িনি,
বাড়াইয়াছি গতি,বাড়াইয়া দম ।
আমিযে যোদ্ধা,হাসবো , কাঁদবো গাইবো সরগম!!
আমি যে অবুঝ সারাক্ষণ !
ডানা বিহীন ওড়ার স্বপ্নে,জীবন করেছি পন !!
–~০০০XX০০০~–