যদিও বলেছ….
শ্যামাপ্রসাদ সরকার
আমায় ঘুমপাড়াতে চাইলে,
মর্গের বিছানায় গিয়ে নয়
বরং আদিগন্ত ধান্যক্ষেত্রে অথবা;
আকাশগঙ্গায় একটু জায়গা দিও!
হে ধনুরাশির জাতিকা,
একটা বড়দিন আসলে তোমার,
যেমন আনন্দঘন একটা জন্মদিন আসে
আর প্রবল বর্ষায় তেমনই আসে আমার প্রতিধ্বনি,
বিনিময়ে ভালবাসার ভিক্ষাপাত্রই যা আজীবন ধরে পেয়েছি।
তুমিও কি অভিমান কর? বারবার বিদ্রোহ ঘোষণা করে,
তাই জানলায় মুখ না দেখিয়েই সপাটে বন্ধ কর শার্সী!
যদিও সেটা করবার আগে হাতে নাও পদ্মবীজের মালাখানা,
আর ঘ্রাণ নাও অর্জিত স্বপ্নস্বন্ধানীর পক্ষকাল ধরে স্তব্ধতা আর সেই ভুলে যাওয়া আবেশটুকুর!
চলে যাবার কথাটা কেন মনে করিয়ে দেওয়ার আগে ভুলে গেলে?
আমরা কেউই আসিনি…কেউই যাইনি কোথাও…
উপদ্রব হবে বলে কেবল নাম ধার করে বেঁচে আছি!
যেমন তুমি না থাকলেও শীত ঋতু মূহ্যমান হবে,
তেমনই আমিও না থাকলে কল্পিত বর্ষায় ভেসে যাবে মানবসভ্যতা!
–~০০০XX০০০~–