যদি আসো সখা
মৃনাল কান্তি বাগচী
এসো হে বন্ধু,এসো হে সখা,
আজি বিকেলে, তমাল তলে করিতে দেখা।
যদি হয় দেখা, তোমারই সনে,
কহিবো নানা সুখ দুঃখের কথা নির্জনে দুজনে।
জমে আছে কত কথা
তোমারে বলিবার তরে,
বলি বলি করেও বলা হয়নি
সে কথা এখনো তোমারে।
দিন যায়,দিন আসে
তুুমি আসিবে এই আশে,
অথচ তুুমি আসোনা
অশ্রু জলে নয়ন ভাসে।
নয়নের কিবা দোষ
তারি সাথে আছে হৃদয়ের যোগ,
হৃদয়ে বাড়িলে ব্যথা
নয়নে অশ্রু যায় দেখা।
হৃদয়ের কথা
বলিবার তরে,
সখার কথা
বারে বারে মনে পড়ে।
তাই এসো হে সখা
আজি বিকেলে তমাল তলে,
তুুমি আসিলে
হৃদয়ের সব দুঃখ যাবো ভুলে।
থাকিবো তোমারই অপেক্ষায়,
যদি আসো সেই আশায়।।।
——— +++++++ ——–