বেড়িয়ে যাচ্ছে দম !
শিয়রে যে খাড়া যম !
প্রেমাঙ্কুর মালাকার
অফিসের থেকে, স্বামী ফিরেএলে,
গিন্নি বললো খুলে-
কালকেসকালে,ভোরেডেকেদিতে,
আমাকে যেওনা ভুলে!
স্বামী বলে ওঠে,কেনকালভোরে?
কালকে তো রবিবার!
ছুটির দিনেও,অফিসে যাবার,
আছে কোন দরকার?
গিন্নি বললো, তোমার নাথাক,
আমার যে কাজ মেলা!
মহিলা সমিতি,মিটিংরেখেছে,
কালকে সকাল বেলা!
কাল আমাদের,সংসারী কাজে,
সকাল থেকেই ছুটি-
স্বামীরা করবে,কাল সব কাজ,
সংসারে মোটামুটি!
মাছ ও মাংস, রান্না করবে,
সাথে পারসের ঝাল-
অফিস পোশাকে, স্বামী শুয়েপড়ে,
বিছানায় তৎকাল!
হাফাতে হাফাতে, বলে গিন্নিকে,
বেড়িয়ে যাচ্ছে দম!
হাসপাতালেই, এখনি পাঠাও!
শিয়রে যে খাড়া যম!
–~০০০XX০০০~–