প্রতীক্ষা
নন্দিতা চক্রবর্ত্তী
শরৎ এলো শিউলি ফুলের বনে
গন্ধে মাতাল হাওয়া।
বাঁশির সুর ভরল আকাশ গানে
পাল তুলেছে সাদা মেঘের খেয়া।
কাশের বুকে ঢেউ জাগালো কে
কানে কানে কি গান গেল গেয়ে,
দোপাটি তার ভালা সাজায় বসে
রং বেরংএর ফুলগুলোকে নিয়ে।
তারার বুকে যেন কিসের মায়া
সোনার জালে স্বপ্ন গেঁথে তোলে
চাঁদের মুখে মুক্ত ঝরা হাসি
রাতের আকাশ সকল দুঃখ ভোলে
বিশ্বভুবন কিসের প্রতিক্ষায়
অধীর চোখে যেন নিমেষ গোনে
পাখির কন্ঠে আমন্ত্রনের সুর
খুশির ছোঁয়া লাগায় সকল প্রাণে।
বিশ্বমাতার চরণ ধ্বনী বাজে
আগমনীর সুরে রুণুঝুণু
আলতা পরা পায়ের ছোঁয়া লেগে
পদ্ম আরও উঠল রেঙে যেন।
ঢাকের তালে বিশ্বহৃদয় দোলে
দোপাটি ফুল আঁচল খানি মেলো
নীল আকাশে সোনা ঝরায় রোদ
সবাই এসো, মা বুঝি ওই এল!!
–~০০০XX০০০~–