☆★☆”সামাজিক দায়”☆★☆
○●○●○●○●○●○●○●○●○
শিব প্রসাদ হালদার
এ লজ্জা স্বীকারে যেন,লাগে আরও লজ্জা !
আমি করি বাস-সেই সমাজে,
যাকে কখনও, কখনও, করতে চায় গ্রাস।
আমি সদা চিন্তিত-
হবে কি বিপন্ন তার মজ্জা?
আধুনিক সভ্যতার চকচকে মোড়কে
নির্লজ্জ সামাজিক দ্রুত অবক্ষয়ের
অসহ্য কিছু নগ্ন অনাচার,
অবিরত বিবেককে করে আঘাত;
আহত আমি-তবুও নই হারবার।
আমি ছুটেছি, তথাপি পাইনি তেমন সহমর্মী,
যদিও পেয়েছি পাশে কিছু,
দোটানায় তারা জেরবার।
তবুও, সর্বদাই আমি সরব;
আমি দুর্বার-আমি মানবো না হার।
আমি চলেছি-আমি ছুটেছি——
আমি করবই ঐ জঞ্জাল সরিয়ে
আমার সমাজকে উদ্ধার !!
◇◆◇◆◇◆◇◆◇◆◇◆◇
সকল বন্ধুদের জন্য রইলো শুভ কামনা —-