বিপন্নতার ব্যথায়
¤●¤●¤●¤●¤●¤
শিব প্রসাদ হালদার
ভাগ্য বিড়ম্বিত ক্রমাগত ব্যর্থতার ব্যথায়,
যে বিব্রত ব্যক্তির জীবন হয়েছে বিপন্ন-
অসহ্য যন্ত্রণায় নিঃশব্দে কেঁদে কেঁদে কাতর!
বাঁচতে চেয়ে জীবন যুদ্ধে,
বারে বারে শুধু মৃত্যুকে ডাকে !
আগ্রাসী দুঃস্বপ্ন অবিরত যেন-
তাকে ঘিরে থাকে।
কিছুতেই যেতে চায় না দূরে !
মুক্তির ব্যাকুলতায় পরাজয়কে পরাস্ত করে,
জীবন যুদ্ধে বাঁচতে যে তাকে হবে !
বাঁধভাঙ্গা ধৈর্য শক্তির অবসানে
সময়ের অপেক্ষায় বিপন্নতার গ্লানিক্ষয়ে,
ধীরে ধীরে আসছে ধেয়ে
নিদারুণ অস্বস্তির অবসান-
শুধু জানেনা-স্পর্শ করবে তাকে কবে !!
———–☆———-