স্বপ্ন কাঁদে
রণজিৎ মন্ডল
স্বপ্ন তুমি কাঁদিছো কেন?
বসিয়া মোর শিয়রে,
রাত্রি কাটিছে তোমাকে লইয়া
আধো ঘুমের ঘোরে!
পারো না দিতে কিছুই তুমি স্বপ্ন
দেখাই সার,
কত সুখে কাটে তোমাকে লইয়া
দূঃখ থাকে না আর,
ঘুম ভাঙলেই ভাঙা চোরা সব
মন যমুনার ধার।
বৃথা যাই ছুটে পা টিপে টিপে
কালার বাশির সুরে,
প্রাণটাই বুঝি গেল কালো জলে
কালার প্রেমে পড়ে!
তুমি স্বপ্ন যতই কাঁদো, তার চেয়ে
কাঁদি আমি,
ঘুমের ঘোরে স্বপ্ন বাসরে কেন আসে
জগৎ স্বামী !
সেই তো একাই রাত্রি কাটাই কালা
আসে না তো ঘরে,
কেন তবে দেখি স্বপন মাঝে মোর
প্রীয়তম কালারে!
কেন আমি শুধু কাঁদিব একা তুমিও
কাঁদো শিয়রে,
প্রেমের বাসর বিরহে কাঁদিছে এহেন
স্বপ্ন ঘোরে।
চাহিয়া দেখ বাহিরে ফুটিছে জোছনা
চাঁদের আলো,
ঐ কালো রূপে এ মন শপিয়া বাঁচিয়া
মরণ ভালো !
তুমি কেঁদো না স্বপন, কেঁদো না গো আর,
বসিয়া মোর শিয়রে!
ভালোবাসিয়া মরণ ভালো মরিব লইয়া
তোমারে!
–~০০০XX০০০~–