আমি ভালোবাসা
–:: কবি – রণজিৎ মন্ডল ::–
আমি ভালবাসা।
আমার জাত নেই, ধর্ম নেই, রঙ নেই,
আমি শুধুই তোমার আশা –
আমি ভালোবাসা।
আমি ভোরের কুয়াশা, শিশির ভেজা
সবুজ পাতার সুপ্ত আশা –
আমি ভালোবাসা।
আমি সদ্য ফোটা ফুলের ওপর
পাগল ভ্রমর বসা –
আমি ভালোবাসা।
আমি বসন্তের কোকিল, ফুটলে পলাশ লাল পলাশে প্রতিবার ফিরে আসা –
আমি ভালোবাসা।
পলাশের মাঝে – কুহু কুহু ডাকের
সেই পরিচিত ভাষা –
আমি ভালোবাসা।
কালবোশেখীর রুদ্র রাগিনী
কালো মেঘ ধেয়ে আসা –
আমি ভালোবাসা।
অশান্ত সাগরের সাদা ফ্যানা
ঢেউয়ে ঢেউয়ে তীরে আসা –
আমি ভালোবাসা।
শিশুর মুখের মিষ্টি হাসির
মিষ্টি অভিলাষা –
আমি ভালোবাসা।
মায়ের কোলে স্নেহ মাখা
মধু মাখা সেই নেশা –
আমি ভালোবাসা।
যৌবনে পাওয়া অতৃপ্ত ক্ষুধার
অধরে অধর মেশা –
আমি ভালোবাসা।
অনন্ত আশার অনন্ত সুখের
জীবন্ত এক ভাষা –
আমি…ভালোবাসা।
—::: ০০ :::—