অহেতুক
………….
শ্যামাপ্রসাদ সরকার
নির্নিমেষ তুলে রাখতে গেছিলাম,
অহৈতুকী বাগানের ফল
বিলম্বিতে বেজেছে নিষিদ্ধ সুর
স্বরগ্রামে লুপ্তপ্রায় বন্দীশ আজ!
হাঁফ ছেড়ে যতবার বসতে চেয়েছি
দু’দন্ড অস্তিত্বকে বাঁচিয়ে,
কল্পলোকে পেয়েছি তমিশ্রার ক্লান্ত অবয়ব!
এবারে তাই খুলে ফেলেছি দুর্নিবার রাত পোশাক,
স্বচ্ছতায় বরণ করেছি নির্বাপনের উদযাপন
স্তিমিত আলোয় আবছায়া পরিসরে,
অবিশ্বাস করছি আমার আমি’টিকেও!
–~০০০XX০০০~–