একটা গোলাপ
**************
✍ কলমে : অনিমেষ চ্যাটার্জি
একটা গোলাপ ফুটেছে আজ সকালে,
একটা গোলাপ ঝরে গিয়েছে অকালে,
একটা গোলাপ তাকিয়ে আলোর দিকে,
একটা গোলাপ বাঁচতে গিয়েছে শিখে।
একটা গোলাপ ভোরের আলোয় স্নান,
একটা গোলাপ তরতাজা তার প্রাণ,
একটা গোলাপ নতুন গল্প বলে,
একটা গোলাপ মন আলোয় নিয়ে চলে।
একটা গোলাপ তোমার আমার মাঝে,
একটা গোলাপ আনন্দেতে নাচে,
একটা গোলাপ ফুলদানিতে ঘরে,
একটা গোলাপ, কাউকে মনে পড়ে ?
একটা গোলাপ বাড়ায় গাছের শোভা,
একটা গোলাপ বড়ই মনোলোভা,
একটা গোলাপ বন্ধু হতে পারে,
বন্ধু বলে ডাকো যদি তারে।।
–~০০০XX০০০~–