বড়োবাবু বন পাল
মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার)
বড়ো বাবু বন পাল
ইয়া বড়ো তাঁর গোঁফ
দুধ ঘি মাখন খান না
হরিণ মাংসে তাঁর লোভ!
রক্ষক ভক্ষক
সরকারী বন্দুক
অল্প করে রোজ হরিণ মারে
বেশি বলে বেড়ায় সব নিন্দুক
চুরি করে হরিণ খেয়ে খেয়ে
লাগল নেশা বেজায় মনে
আরও বেশি হরিণ মারতে
একদিন গেলেন সংগোপনে
বাঘ মামা বাঘিনী মামীকে
বলে গিন্নি ওই দেখো..
দুই পেয়ে মেরে নেয় সব
সব হরিণ কে শিগগির দেখো
বাঘিনী বলে দেখাদেখির বাকি কী?
ঘাড় মটকে বেটার ধরে আনছি?
বাঘ বলে সাবধান ঘাড়ে আছে বন্দুক
সাবধানে মেরে আনো খেয়েপাই সুখ
অমনি আদেশ পেয়ে বাঘিনী র লাফ
বড়ো বাবু ভয়ে ছুটে রক্ষা কর বাপ্
হালুম করে ধরে বাঘিনী ঘাড় মটকায়
বন কর্মী ভাইবোন মা তাঁর করে হায় হায়
–~০০০XX০০০~–