অদৃষ্টের পরিহাস
মৃনাল কান্তি বাগচী
যার লাগি সারাজীবন
করিয়াছো তুুমি জীবনপাত,
সে তো তা মোটেই বোঝেনা
বৃথাই করছো অশ্রুপাত।
অশ্রু বিসর্জিয়ে তুুমি
নিজেকে নিজেই দেও সান্ত্বনা,
এর বেশি কিছু করার নেই
এটাই ধরে নেও, তোমার তরে বিধাতার বঞ্চনা।
বিধাতার বঞ্চনাকে
রোধ করার নেই কোন উপায়,
যা ঘটার তাই ঘটে জীবনে
যদি না হয় বিধাতা সহায়।
নিজের কাজ নিজে করে যাও
বিধাতাকে স্মরন করে,
স্নেহ,ভালোবাসা পেতে হলে
এ ধরায় আসতে হয় ভাগ্য করে।
কর্মের সঙ্গে নিজের ভাগ্য
যদি না হয় সহায়,
কিছুই করার থাকেনা
নীরবে সব কিছু মেনে নিতে হয়, থাকেনা কোন উপায়।
নিজের অদৃষ্টের কথা ভেবে
করিওনা মন খারাপ,
মনুষ্য জীবন ক্ষণিকের তরে
হোক না ভাল কাজে জীবনপাত।।।
————- +++++++ ———–