খোঁজ
নন্দিতা চক্রবর্ত্তী
হারায়ে পাই, পেয়ে হারাই
খুঁজে বেড়াই কাকে!!
সবাই আমার হৃদয় মাঝে
ভিড় করেই তো থাকে।
চোখের আড়াল হলোই বা সে
তবু ভূবন জোড়া
স্বপ্ন হয়ে ছড়িয়ে থাকে
মায়ার কাজল মোড়া
গভীর রাতের কালো আঁধার
শীতের ভোরের রোদ
গুমোট রাতের মিঠেল হাওয়া
যায় দিয়ে তার খোঁজ
বৃষ্টিধারার মাঝে শুনি
তারই মধুর হাসি
পাখির গানের সঙ্গে ভাসে
তারই মোহন বাঁশি।
ভোরের বাতাস , ফুলের গন্ধে
ভেসে বেড়ায় সে
চাঁদের বুকের মায়া হয়ে
সেই তো কাছে আসে।
সেই তো আমার স্বপ্ন হয়ে
হৃদয় রাখে ঘিরে
সুখ দুঃখ হাসি কান্না
বেড়ায় ফিরে ফিরে।
–~০০০XX০০০~–