আলোর বেনু
রণজিৎ মন্ডল
দ্বন্ধ রাখিয়া অন্ধ মনে
বন্ধ করিছো দোর,
প্রদীপ জ্বালিয়া দেখো গো চাহিয়া,
অমানিশার আঁধার ঘোর।
কাটিবে আঁধার আসিবে আবার
আলোয় ভরিবে ঘর,
যে দূরে আছে, আসিবে সে কাছে
হইবে না সে আর পর।
বিশে ভরা বাতাস, মেঘে ঢাকা আকাশ
জলে ভরা মাঠ ঘাট,
সব আশা আজ হতাশায় ভরে
জনশূন্য করে বাট।
যে তরী ঘাটে বাধা ছিল এটে
ঝড়ের দাপটে গেল কোন ঘাটে
দিশাহারা মাঝি খোজে,
ঢেউয়ে ঢেউয়ে তীরে,
আসিল তা ফিরে একই সেই
ঝড়ের তেজে।
সব যাবে থেমে, আসিবে সে নেমে
মানুষ যাহারে খোজে।
শান্তী কোথায়, শান্তী হেথায়
পৃথিবী যা আজি চায়,
সব যাবে ঘুচে, দু আখি মুছে
নতুনের পানে চায়,
বন্ধ দুয়ার খুলিয়া দেখো
নেই সে অন্ধ আর,
আসি বিশে বিষে করেছিল যারে
অন্ধ কারাগার।
নতুন আলোয়, নতুন বাতাসে,
আবার ভাসিছে নীল আকাশে
রামধনুর বাহার।
–~০০০XX০০০~–